রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিএনপি, জামায়াত ও সাধারণ আইনজীবী সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। নির্বাচনে সভাপতি পদে খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক পদে মো. আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির মূল ভবনের তৃতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট অশোক কুমার সাহা।

নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আব্দুল হাকিম খান রিপন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক-২, সহ-সম্পাদক মিজানুর রহমান সুজন ও মো. আরব আলী, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক পদে বিপ্লব কুমার রায়।

সদস্য পদে বিজয়ীরা হলেন- কাইয়ুম হোসেন, মো. মোশারফ হোসে, মাহবুবুর রহমান, মোহাম্মদ মাসুদুর রশিদ ও মো. জিয়াউর রহমান।

এবারে মোট ২২৫ জন ভোটারের মধ্যে ২২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

0Shares