রসুলের আদর্শ অনুসরণেই বিশ্বে শান্তি ফিরে আসবে: ইব্রাহিম চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, বর্তমান অশান্ত বিশ্বকে শান্তির ছায়াতলে রাখতে প্রিয় নবীজি হযরত মুহাম্মদ (স.) এর আদর্শ অনুসরণের বিকল্প নাই, না হয় কোন দিন বিশ্বে শান্তি ফিরে আসবে না। যেখানে অন্যায় ও ব্যাভিচার সেখানে রসুলের আদর্শ চর্চা বাধ্যতামূলক। বর্তমানে আমরা নবীজির আদর্শ অনুসরণ করছি না বলেই সমাজ দিন দিন অন্ধকারে নিমজ্জিত হচ্ছে।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বোর্ড অফিস সংলগ্ন মোহাম্মদীয়া আমানিয়া কমপ্লেক্সের উদ্যাগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ইব্রাহিম চৌধুরী আরও বলেন, নবীজি যেমন সুন্দর ও সুসভ্য সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক কাঠ-খড় পুড়িয়েছেন, তেমনিভাবে আমাদেরকেও সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও নানা ধরনের অপরাধ নির্মূলে নিজেদের সৎ ও নির্ভিক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। না হয় ঘুণে ধরা এ সমাজে এক সময় আমাদের বসবাস করা কঠিন হয়ে পড়বে।

মোহাম্মদীয়া আমানিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক এবং এ এস এম জেদ্দা কমপ্লেক্স বাকলিয়ার চেয়ারম্যান আলহাজ হাফেজ মো.আমানত উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সাউথ এশিয়ান ভয়েস ফর চিল্ড্রেনের (স্যাভক) চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শাহজাহান ও আন-নূর হজ গ্রুপের চেয়ারম্যান আবু নোমান হাফিজ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন কেঁওচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আবু বকর।

সমাজসেবী মোহাম্মদ আবদুর রহমানের সঞ্চালনায় মাহফিলে মিলাদুন্নবীর নিয়ে বক্তব্য দেন, মোহাম্মদিয়া সোলতানিয়া আমানিয়া নূরানী ও মহিলা দাখিল মাদ্রাসার পরিচালক ওবাইদুল্লাহ চৌধুরী, অত্র মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান শিক্ষক মাওলানা দিদার হোসেন, জামায়াতে ইসলামী সোনাকানিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মো. বেলাল উদ্দিন ও মাস্টার জামাল উদ্দিন প্রমুখ।

0Shares