
মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল সরদার ও তার বড়ভাই আতাউর সরদারকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
শনিবার (০৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতরা সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট এলাকার আজিবর সরদারের ছেলে। সাইফুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
আহতরা হলেন- সাইফুলের ভাই অলিল সরদার, প্রতিবেশি মুজাম সরদারের ছেলে পলাশ সরদার, আজিজুল হকের ছেলে তাজেল সরদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। এ নিয়ে দ্বন্দ হয় একই এলাকার শাজাহান খানের সঙ্গে। এরই জেরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে সাইফুলের ওপর হামলা চালায় শাজাহানের লোকজন।
এ খবর ছড়িয়ে পড়লে সাইফুলের বড়ভাই আতাউর ও চাচাতো ভাই অলিল ও তাদের লোকজন এগিয়ে আসেন। এ সময় কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড়ভাই আতাউর সরদারকে। আহত হয় অন্তত ৫ জন। আহতরা জেলা সদর হাসপাতাল ও ঢামেক হাসপাতালে চিকিৎসাধিন। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা (সদর সার্কেল) বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত সাইফুলের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধীরা শিগগিরই ধরা পড়বে।