মহেশখালীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে কোপাল স্বামী

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে মাদক কেনার টাকা না দেওয়ায় মুক্তা আকতার (২৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করেছেন তার স্বামী নবী হোসাইন।

রবিবার (১৭ আগস্ট) সকাল ৮টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাংগা গ্রামে এই ঘটনাটি ঘটে।

এ সময় প্রতিবেশিরা চিৎকার শুনে বাড়িতে ছুটে গিয়ে দেখেন কক্ষের মেঝেতে পড়ে আছে মুক্তা। পাশেই ছিলেন তার স্বামী নবী হোসাইন। পরে মুক্তা আকতারকে আহতাবস্থা স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশখালী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। ওই গৃহবধূ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই মাদক কেনার টাকার জন্য নবী হোসাইনের পরিবারে অশান্তি লেগে ছিল। ঘটনার দিন সকালে স্ত্রীর কাছ থেকে টাকা চান মাদকাসক্ত নবী হোসাইন। স্ত্রী টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে (দেশীয় ধারালো অস্ত্র) দিয়ে তাকে কোপ দেন স্বামী।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, কুতুবজোমে স্ত্রীকে মারধরের ঘটনায় স্থানীয়রা একব্যক্তিকে আটক করে পুলিশে খবর দিয়েছে। পুলিশ ঘটনাস্থলের দিকে গেলেও এখনও কাউকে আটক করেনি।

0Shares