
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। সততা ও দক্ষতা সম্পন্ন জনসম্পদ তৈরিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত দেশ গঠনে দেশপ্রেমিক ইসলামী শক্তির বিকল্প নেই।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের যুব র্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র্যালীটি কেরানীহাট থেকে শুরু হয়ে হাসমতের দোকান এলাকায় গিয়ে শেষ হয়।
জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, মুহাম্মদ নুরুল হক, দক্ষিণ জেলা শিবির সভাপতি আসিফুল্লাহ আরমান, সেক্রেটারি ডিএম আসহাব উদ্দীন, সাতকানিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দীন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী, জেলা শুরা সদস্য ডাঃ আবদুল জলিল, এম ওয়াজেদ আলী, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দীন, উত্তর সাতকানিয়া থানা আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ সহ জেলা-উপজেলা নেতৃবৃন্দ।
শাহজাহান চৌধুরী বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া কোনো জাতির মুক্তি সম্ভব নয়। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষ আজও ন্যায় ও ইনসাফ থেকে বঞ্চিত। রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠিত না হয়, তাহলে বিজয়ের প্রকৃত স্বাদ অর্জন সম্ভব নয়।
তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করা গেলে বাংলাদেশ অল্প সময়ে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হতে পারে। কিন্তু নৈতিকতা ও আদর্শের বিচ্যুতি ঘটলে এই শক্তিই সমাজের জন্য ভয়ংকর হয়ে দাঁড়ায়। তাই যুবকদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত করে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বিজয়ের চেতনা বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।




