
শরীয়তপুরের ভেদরগঞ্জে নান্নু বেপারী নামে এক যুবলীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিলেন ছাত্র-জনতা।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে শরীয়তপুর পুলিশ লাইনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
নান্নু বেপারী ভেদরগঞ্জ পৌরসভা ৫নং ওয়ার্ডের গৈড্যা গ্রামের বাসিন্দা মৃত আদম আলী বেপারীর ছেলে। তিনি ভেদরগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক পদে রয়েছেন।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আল নাজিরসহ ছাত্র-জনতা তাকে শরীয়তপুর পুলিশ লাইনের সামনে থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, ওই যুবলীগ নেতাকে গ্রেফতারের পর ভেদরগঞ্জ থানার ১৫ জানুয়ারির এক মামলায় শরীয়তপুরে জেলা আদালতে পাঠানো হয়। ছাত্রদের নিয়েই যুবলীগ নেতা নান্নু বেপারীকে গ্রেফতার করা হয়েছে।
0Shares