ভালুকা থানার ওসি হুমায়ুন দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির টানা দ্বিতীয়বারের মতো ‘জেলার শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

সভায় জানানো হয়, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ওসি হুমায়ুন কবির এই স্বীকৃতি অর্জন করেছেন।

এর আগে, গত ১৪ জুলাই-২০২৫ তারিখে অনুষ্ঠিত জুন মাসের মাসিক কল্যাণ সভায়ও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। টানা দুই মাস এই সম্মান অর্জন করায় জেলা পুলিশের বিভিন্ন স্তর থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

ওসি হুমায়ুন কবির পুরস্কার গ্রহণ শেষে বলেন, “এই সম্মান আমার নয়, ভালুকা থানার পুরো পুলিশ সদস্যদের জন্য। জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে আমরা অপরাধ দমনে আরও দৃঢ়ভাবে কাজ করে যাব।”

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার ওসি, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0Shares