
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিশিষ্ট সমাজ সেবক ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের ব্যাক্তিগত উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী আতপ চাউল, সেমাই, চিনি ও সাবান বিতরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) কাঠালী কানার মার্কেট সংলগ্ন মাঠে ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডে একহাজার পরিবারের মাঝে চাউল, সেমাই, চিনি ও সাবান বিতরণ বিতরণ করা হয়।
এসময় আলহাজ্ব হাতেম খান বলেন আমি ২০১০ সাল থেকে প্রতি বছর ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদ সামগ্রী বিতরণ করে আসছি, যতদিন বেঁচে আছি আল্লাহর রহমতে মানুষের সেবায় কাজ করে যাবো ইনশাআল্লাহ। এরই ধারাবাহিকতায় এ বছরও ঈদের আগের দিন পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডেই চাল, চিনি, সেমাই, সাবান সহ ইত্যাদি ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
এ সময় পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জহির রায়হান, স্বপণ বণিক, আবু তাহের ফকির, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএপির সদস্য আমান উল্লাহ তাজুন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা মোঃ ফজলুল হক, বিএনপি নেতা হাজী এমদাদুল হকসহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।