
ময়মনসিংহের ভালুকায় যুবদল নেতা কালাম চিশতী’র উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে উপজেলার স্কয়ার মাষ্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিণ করে শেষে মাস্টারবাড়ি এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে মিলিত হয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, যুবদল নেতা আলফাজ উদ্দিন মৃধা, আতিকুল ইসলাম সোহাগ, কাজল রানা, আবুল কাশেম, আলামিন মন্ডল, লায়ন সোহাগ, সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ভালুকা শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহাম্মেদ, শ্রমিকদল নেতা আহাম্মদ আলী কুতুব, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য মো. ইব্রাহিম খলিল প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা যুবদল নেতা কালাম চিশতী’র উপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।