ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তিতে নাখোশ যুক্তরাষ্ট্র

ভারত ও ইইউ-র মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিপি) বা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বেজায় নাখোশ হয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ভারতের সঙ্গে ‘মাদার অফ অল ট্রেড ডিলস’ করে ইউরোপ নিজের বিরুদ্ধে যুদ্ধে অর্থ ঢালছে। কারণ, ইউরোপ মস্কোর থেকে এখন সরাসরি গ্যাস বা তেল না কিনলেও ভারত থেকে পরিশোধিত তেল কিনছে। ভারত সেই তেল কিনছে রাশিয়া থেকে। তাই ভারতের ওপর শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভারত ও ইইউ-র মধ্যে এফটিপি-র ঘোষণা হওয়ার কথা।

স্কট বেসেন্ট বলেছেন, ওয়াশিংটন রাশিয়ার তেল, গ্যাস নিয়ে বাণিজ্য বন্ধ করতে চাইছে। আর ইউরোপ বিশ্ব তেল বাণিজ্যের ফাঁকের সুযোগ নিয়ে আর্থিক দিক থেকে লাভবান হতে চাচ্ছে।

তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন। যুক্তরাষ্ট্র ইউরোপের থেকে অনেক বড় আত্মত্যাগ করছে। আমরা আরেকবার মনে করিয়ে দিতে চাই, রাশিয়ার তেল ভারতে যাচ্ছে। ভারতীয় শোধনাগার থেকে তা পরিশোধিত হওয়ার পর ইউরোপীয় দেশগুলো তা কিনছে। তারা এইভাবেই নিজেদের বিরুদ্ধে যুদ্ধের অর্থ নিজেরাই যোগাচ্ছে। আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চাইছি।

0Shares