ভারতে জেল খেটে ফিরল ১৭জন শিশু কিশোর কিশোরী

অবৈধ পথে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেলস পারমিটের মাধ্যেমে দেশে ফিরল ১০ শিশু-কিশোর ও ৭ জন কিশোরী সহ মোট ১৭ জন। ফেরত আসা শিশু-কিশোর ও কিশোরীদের বয়স ৭ থেকে ১৬ বছরের মধ্যে।

বুধবার (২৭আগস্ট) বিকালে ৫টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: নিয়াজ মাখদুম উপস্থিত ছিলেন।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, গাজীপুরের দেলোয়ার হোসেন এর মেয়ে দিপা, চাপাইনবাবগঞ্জের রফিকুল ইসলাম এর ছেলে মইন খান, হবিগঞ্জের মাহবুব আলম এর ছেলে নুর আলম, গোপালগঞ্জের দিলিপ মন্ডল এর ছেলে হৃদয় মন্ডল, কুষ্টিয়ার ইউসুফ সেখ এর ছেলে ইমরান শেখ, লক্ষীপুরের ইউসুফ মিয়ার ছেলে মেহেদী হাসান, খুলনার ইয়াসিন আরাফাত এর ছেলে নাহিদ মোরল, নড়াইলের গিয়াস সেখ এর ছেলে ফয়সাল সেখ, বাগেরহাটের বিল্লাল হাওলাদার এর ছেলে রানা হাওলাদার, লালমনিরহাটের মনিন্দ্রনাথ রায় এর মেয়ে মল্লিকা রানী, কিশোরগঞ্জের কামাল উদ্দিন এর মেয়ে সামিরা আক্তার, রাঙামাটির সাইদুর এর মেয়ে সারা জান্নাত, লক্ষীপুরের ইউসুফ এর মেয়ে ইমু খাতুন, পাবনার আমিরুল ইসলমাম এর মেয়ে মিথিলা রহমান, বাগেরহাটের মন্টু জমাদ্দার এর ছেলে সাইম জমাদ্দার, নওগার সাহানুর সরদার এর ছেলে কমল সরদার, পাবনার জাহাঙীর হোসেন এর মেয়ে নুরজাহান খাতুন।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, পাসপোর্ট ভিসা ছাড়া ভারত গিয়ে সে দেশের পুলিশের অভিযানে আটক হয়। এরপর তারা আদালতের মাধ্যেমে বিভিন্ন শেল্টার হোমে থাকার পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রনালয় এর চিঠি চালাচালির মাধ্যেমে বেনাপোল দিয়ে দেশে ফেরে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

যশোর মহিলা আইনজীবি সমিতির রেখা রানী বলেন, ফেরত আসাদের মধ্যে আমরা ৭জনকে গ্রহন করে আমাদের হোমে রাখব। তাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

রাইটস যশোর এর প্রতিনিধি শফি আহমেদ বলেন, আমরা ভারত থেকে ফেরত আসাদের মধ্যে থেকে ৫জন করে  গ্রহন করেছি। এদের পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদের কাছে হস্তান্তর করব।

বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বলেন, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশী কিশোর কিশোরীদের বেসরকারী তিনটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে।

0Shares