
চট্টগ্রামের বোয়ালখালীতে খাস খতিয়ানভুক্ত সরকারি জায়গার পানি চলাচলের পথ অবরুদ্ধ করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কঞ্জুরী গ্রামের এক পরিবার এই স্থাপনা নির্মাণ করছে। তবে, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আপাতত নির্মাণকাজ বন্ধ থাকলেও পুনরায় কাজ চালিয়ে যাওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ স্থানীয়দের।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে খবর পেয়ে স্থাপনা নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা তারান্নুমা ইলাহী।
তিনি জানান, অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শন করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের সত্যতা পাওয়া গেছে। কঞ্জুরী মৌজার বি.এস ১নং খাস খতিয়ান ভুক্ত ২৩৩২ দাগের ১৯ শতক জায়গা রয়েছে। যা সর্ব সাধারণের ব্যবহার্য সম্পত্তি। এই জায়গা দিয়ে ওই এলাকার পানি চলাচল করে। চারিদিকে টিনের ঘেরা দিয়ে এক ব্যক্তি অবৈধভাবে স্থাপনা নির্মাণ কাজ করছিলেন। তাদের নিষেধ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, খবর পেয়ে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। টিনের ঘেরা বেড়া সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




