
দিনাজপুরের বীরগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিবিদ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় থানা ক্যাম্পাস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন।
বীরগঞ্জ থানার ওসি (প্রশাসন) মো.আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু), ওসি (তদন্ত) শিহাব উদ্দিন। আরও বক্তব্য রাখেন রামপুর-ষোল মাইল মাদক নির্মূল কমিটির সভাপতি নুর আলম, এসআই জাহাঙ্গীর বাদশা রনি, সুমন দেবনাথ, সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন তার বক্তব্য বলেন, দেশে পরিবর্তন হয়েছে। পিছনের দিকে তাকানোর সুযোগ নেই। আপনারা সহযোগিতা চাইবেন, আমরা আপনাদের পাশে থাকবো। বীরগঞ্জ উপজেলাকে মাদক-জুয়া সহ সকল ধরণের অপরাধমুক্ত করতে সকলের সহযোগিতা চাই।
তিনি বলেন, বীরগঞ্জ থানাকে মডেল থানা তৈরির প্রচেষ্টায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।