বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাজুলের ১ম মৃত্যুবার্ষিকী

সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মরহুম মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুলের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  ইনকিলাব সংসদ বিশ্বনাথের সভাপতি মোঃ মোছন আলী।

মোসাদ্দিক সাজুলের কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আলতাব হোসেন, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাইয়ুম।

মরহুম মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল ছিলেন  সাংবাদিক, রাজনীতিবীদ, কবি, মানবাধিকারকর্মী ও সমাজ সংস্কারক। তিনি ছিলেন একজন আপোষহীন ও সাহসী কলমযোদ্ধা। গত বছরের এই দিনে তিনি মরণব্যাধি ক্যান্সারে যুক্তরাজ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশ-বিদেশে খ্যাতিমান এই সাংবাদিক বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন ও রেখে যান তাঁর প্রতিষ্ঠিত- সম্পাদিত বিশ্বনাথ বার্তা।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব, সাংবাদিক এস.এ. সাজু, মিডিয়াকর্মী  ইয়াসিন মির্জা, বিজয় কর্মকার, সাব্বির আহমদ অপু, শাকিল আহমদ প্রমুখ।

ক্বারী উজ্জ্বল মিয়ার পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সাঈদ আহমদ।

0Shares