
রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া’র আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা। কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধরীর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য আ.ক.ম ফরিদুল আলম, নুরুল হক, মাওলানা আরেফে জামী, আরিফুর রশীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, আজ জেলার প্রায় প্রতিটি উপজেলায় দোয়া অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালিত হয়।