
বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির বাহরাইন আঞ্চলিক শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) রাত ৯টায় রাজধানি মানামার ভিলেজ বাংলা হোটেলে কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে এ অনুষ্ঠানটি শুরু হয়।
বাহরাইন বিএনপি’র সাবেক সভাপতি মো. আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলম ও শহিদুল ইসলাম এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাহারাইন বিএনপির সাবেক সহ-সভাপতি নুর আলম, গেস্ট অফ অনার ছিলেন বাহরাইন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আবুল হাশেম ও সহ সভাপতি মফিজুর রহমান।
প্রধান বক্তা ছিলেন বাহরাইন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সোহেল আহম্মদ।
বিশেষ অথিতি ছিলেন আকবর আলি ও আবদুল লতিফ।
উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির আসকর শাখা সভাপতি একলাস উদ্দিন, সহ সভাপতি মোশারফ হোসেন ও প্রচার সম্পাদক হয়রত গাজিসহ বাহরাইনে বিএনপির সকল আঞ্চলিক তৃণমূল নেতারা।
বক্তাগণ বলেন, ৫ আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে জনগণের ভোটে নির্বাচিত সরকারের অবশ্যই দরকার। তাই সংস্কার নাম দিয়ে সময় নষ্ট করা যাবে না। পলাতক সরকারের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে দেশ এবং প্রবাসে সকল নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধ ও ছাত্র-জনতার আন্দোলনে নিহতের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।