
বান্দরবান পুলিশ লাইনের ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্নহত্যার চেষ্টা চালিয়েছেন রাশেদুল (২৮) নামে এক পুলিশ সদস্য।
শনিবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় পুলিশ সদস্য রাশেদুল পুলিশ লাইনে কর্মরত থাকা অবস্থায় সকলের চোখ ফাঁকি দিয়ে পুলিশ লাইনের ২তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্নহত্যার চেষ্টা চালায়। এতে তার দুই পায়ের গোড়ালী ভেঙ্গে চুরমার হয়ে যায়। ঘটনা জানতে পেরে অন্যান্য পুলিশ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের পাঠায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তার পায়ের গুরত্বর যখম বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপর (ক্রাইম) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্নহত্যার চেষ্টাকারী পুলিশ সদস্য গত মে মাসে বান্দরবানে বদলী হয়ে আসেন। তিনি কিছু দিন যাবত মানসিক ভাবে অসুস্থ ছিলেন। তবে পুলিশ সদস্যের আত্নহত্যার চেষ্টা ঘটনার রহস্যজনক বলে জানিয়েছে স্থানীয়রা।
আত্নহত্যার চেষ্টাকারী পুলিশ সদস্য রাশেদুলের বাড়ী জামাল পুর জেলায় বলে জানা গেছে।