বান্দরবানে সব থানার অফিসার ইনচার্জদের বদলিজনিত সংবর্ধনা

বান্দরবান জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সব থানার অফিসার ইনচার্জদের বদলি জনিত বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৭ ডিসেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমান বিদায়ী অফিসার ইনচার্জগণের উদ্দেশ্যে তাঁর দিক-নির্দেশনামূলক বক্তব্যে বলেন, বান্দরবান জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অফিসার ইনচার্জবৃন্দের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হয়েছে। আপনাদের সেবা বান্দরবানবাসী ও বান্দরবান পুলিশ পরিবার কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে।

তিনি বলেন, আগামীর কর্মস্থলে আপনাদের সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করি। তিনি সেবা প্রার্থীদের প্রতি সহনশীল, ভদ্র ও পেশাদার আচরণ করবেন বলে তাদের অনুরোধ করেন।

অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিশেষে বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জগণের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মো. আবদুর রহমান।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

0Shares