
বান্দরবানে বন বিভাগের বিশেষ অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মুনতাসির রহমান এর নেতৃত্বে মিঠাখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, অবৈধ জ্বালানি কাঠবোঝাই তিন টনের একটি ট্রাক জেলা সদরের টংকাবতী-সুয়ালক সংযোগ সড়কের সুয়ালক অভিমুখে আসার সময় মিঠাখালী এলাকায় আটকে দেয় টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার’সহ বন বিভাগের বিশেষ টহল দল। পরে ওই ট্রাক’সহ অবৈধ ২৮০ ঘনফুট জ্বালানীকাঠ জব্দ করা হয়। বর্তমানে জব্দকৃত কাঠ ও তিন টন ট্রাকটি টংকাবতী রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।
টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার জানান, টংকাবতী-সুয়ালক সড়কের মিঠাখালী এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাকভর্তি অবৈধ জ্বালানীকাঠ জব্দ করা হয়েছে। আটককৃত কাঠের মালিকের বিরুদ্ধে বন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এঘটনায় কাওকে আটক করা সম্ভব হয়নি এবং অবৈধভাবে কাঠ পাচার রোধে এই অভিযান অব্যাহত থাকবে।




