বান্দরবানে এসবিএম ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

বান্দরবানের থানচিতে উপজেলা প্রশাসন ভ্রাম‌্যমান আদালতের অভিযান পরিচালনা করে মেসার্স এসবিএম ব্রিকস নামে একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ইটভাটাটির চিমনি গুঁড়িয়ে দিয়ে, পানি মেরে চুল্লি নষ্ট করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার মগকসে ঝিড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম‌্যমান আদালত সূত্রে জানা যায়, মেসার্স এসবিএম ব্রিকস নামের ওই ইটভাটাটি পরিবেশ ছাড়পত্র ছাড়াই ইট উৎপাদন ও বিক্রি করে আসছিল। এতে ঝিড়ির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এবিষয়ে স্থানীয় পরিবেশ সচেতন মহলের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাকৃতিক পরিবেশ ও ও জনস্বাস্থ্য রক্ষায় এধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

0Shares