
বান্দরবানের লামা উপজেলার দুর্গম এলাকা থেকে ৬ শ্রমিককে অপহরণ করে পাহাড়ী সন্ত্রাসীরা
রবিবার (০২ ফেব্রুয়ারী) ভোর রাতের দিকে ঘটনাটি ঘটে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের কমলা বাগান পাড়া দুর্গম পাহাড়ী এলাকায়।
স্থানীয়রা জানান, গজালিয়া ইউনিয়নের কমলা বাগান পাড়া এলাকায় অপহৃত শ্রমিকরা স্থানীয় কাঠ ব্যবসায়ী হেলাল উদ্দীনের অধীনে গভীর পাহাড়ে লাকড়ী সংগ্রহ করছিল। তাৎক্ষনিকভাবে অপহৃতদের নাম জানা যায়নি।
লুলাইং মৌজা হেডম্যান চিংপাস ম্রো বলেন, কমলা বাগান পাড়া এলাকা থেকে কয়েকজন শ্রমিক অপহরন হয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে কাঠ ব্যবসায়ী হেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি তার ৬ জন লোককে খুঁজে পাচ্ছেন না বলে জানিয়ে মোবাইল সংযোগ কেটে দেন।
কেয়াজু পাড়া পুলিশ ক্যাম্পের আইসি মোঃ আতিকুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠিয়েছেন।
উল্লেখ্য, ১৪ জানুয়ারী গভীর রাতে দুর্গম বমুখাল এলাকায় সশস্ত্র পাহাড়ী সন্ত্রাসীরা ৩ টি খামার বাড়ি থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে অপহৃতরা মুক্তি পান।
এছাড়া গত ২৭ জানুয়ারী উপজেলার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালানোর সময় স্থানীয়রা অস্ত্রসহ মংএনু মার্মা (৩৪) নামের এক পাহাড়ী সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।