বাগাতিপাড়ায় হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

নাটোরের বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ডাকাতি ও হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের খন্দকার মালঞ্চি আকছেদের মোড় এলাকায় এ সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী পরিবারের সদস্য হাবিবুর রহমান। তিনি উপজেলার নুরপুর মালঞ্চি এলকার হাফিজুর রহমানের ছেলে।

লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, জমিজমা ও মসজিদ নিয়ে উপজেলার নুরপুর মালঞ্চি (দক্ষিণপাড়া) এলাকার আলিউজ্জামান বুলবুল, আনোয়ার হোসেন আনার, মিজানুর রহমান ফাইন, পান্ত, আজিজুল ইসলাম হাকিম এর সাথে তাদের মতবিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৪ এপ্রিল সকালে তিনি তমালতলা বাজারে যাওয়ার পথে তারা পথরোধ করে তাকে মারপিট করে। পরে গত ৯ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে তিনি চাচা নুরুন্নবী এবং চাচাতো ভাই মাজেদুর রহমান সজল ও সোহানুর রহমান বাড়ীতে ফেরার পথে খন্দকার মালঞ্চি গ্রামে আকছেদের মোড়ে পৌছালে তারা পথ আটকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর জখম করে এবং চাচার কাছে থাকা ব্যবসায়িক নগদ পাঁচ লক্ষ টাকা তারা ছিনিয়ে নেয়। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি বলেও জানান তারা।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা আসামীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শস্তি দাবি করেন।

এ বিষয়ে আজিজুল ইসলাম হাকিম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাদের উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে আমি স্থানীয় মেম্বার হওয়ায় ওই জমি নিয়ে একাধিকবার শালিশ করেছি। আর সেই শালিশ হাবিবদের পছন্দ না হওয়ায় এই ঘটনায় আমাকেও আসামী করেছে। তবে এটা তাদের পারিবারিক বিষয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা রজু করা হয়েছে। আসামী ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

0Shares