
চট্টগ্রামের বাঁশখালীতে সরল ইউনিয়নে ব্রিজের পাশ থেকে জাহিদুল ইসলাম (২০) নামে এক ব্যাটারিচালিত রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০১ মার্চ) রাত ১০টায় উপজেলার সরল ইউনিয়নের কানুঙোখালি ব্রিজের পাশে বেঁড়ি বাঁধের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহিদুল ইসলাম বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাচ্চু বাড়ির মৃত হাবিব উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত জাহিদুল ইসলাম কয়েকবছর ধরে ব্যাটারিচালিত রিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিল। তার পিতা হাবিব উল্লাহ ক্যান্সার আক্রান্ত হয়ে দু’মাস আগে মারা যান। পরিবারের জীবিকা নির্বাহের জন্য জাহিদুল ইসলাম রিকশা চালানো শুরু করেন ।
ধারণা করা হচ্ছে- পূর্ব শত্রুতার জের ধরে জাহিদুল ইসলামকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে চলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. অনিক বড়ুয়া বলেন, সরল ব্রিজ এলাকা থেকে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।