
দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বোরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লায় আল- ইতিহাদ সোসাইটি ও গর্জনখোলা এলাকাবাসীর উদ্যেগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে নগরীর চকবাজার মোড়ে বিভিন্ন মসজিদের শত শত মুসুল্লি, গর্জনখোলা এলাকাবাসী এবং আল-ইতিহাদ সোসাইটি উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লাখো শহীদের রক্তের ঋণ, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিন রক্ষা করো’, ‘ফিলিস্তিনে হামলা কেন? জবাব চাই’- এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চকবাজার এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- গর্জনখোলা মদিনাতুন জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান, পেশ ইমাম মাওলানা ওমর ফারুক, গর্জনখোলা মসজিদ কমিটির সভাপতি খাদেম মোহাম্মদ ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সভাপতি শাহ্ মোহাম্মদ খায়রুল আলম, মোহন মজুমদার, রায়হান খান, সৈয়দ তানভীর হোসেন, মো: জাবেদ,শারাফাত, বাপ্পি, সাইফুল, ইতিফসহ আল-ইতিহাদ সোসাইটির সকল সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন ইসরাইলি কর্তৃক ফিলিস্তিনে অবিরাম হামলা করে বর্বর গণহত্যাকান্ডের তীব্র প্রতিবাদ, নিন্দা, ক্ষোভ জানিয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তারা দেশের অন্তবর্তীকালিন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসকে সরকারিভাবে ইসরাইলি পণ্য বর্জনের সিদ্ধান্ত নেয়ার জন্যও অনুরোধ করেন।