
আধুনিক চিকিৎসা সেবার প্রত্যয় ও উন্নত প্রযুক্তিনির্ভর রোগ নির্ণয়ের অঙ্গীকার নিয়ে দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ বাণিজ্যিক জনপদ সাতকানিয়া উপজেলার কেরানীহাটে যাত্রা শুরু করলো শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী প্রাইভেট লিমিটেড।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব ডা. মো. ফরিদুল আলম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেভরণ আই হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান দেশবরেণ্য গ্লুকোমা ফেলো ডা. এম এ করিম (পিএইচডি)।
এতে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী কেরানীহাট শাখার চেয়ারম্যান ও চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মান্নান সিকদার, শাখার ভাইস চেয়ারম্যান এ এ জি তাসাদ্দেক মর্তুজা,শাখার ম্যানেজিং পার্টনার আলহাজ্ব মীর মোশাররফ হোসেন, এক্সিকিউটিভ পাটর্নার চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সেক্রেটারী মীর জাকের আহমদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাখার ম্যানেজার রিপন বড়ুয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম বা বড় শহরের বাইরে উচ্চমানের ল্যাবরেটরি সেবা পৌঁছে দিতে শেভরণ প্রতিনিয়ত কাজ করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর রোগ নির্ণয় সুবিধা, নির্ভুল রিপোর্টিং ও দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে কেরানীহাটসহ আশপাশের জনপদের মানুষ এখন আরও উন্নত চিকিৎসা সুবিধা পাবেন।
বক্তারা আরও বলেন, মফস্বলে উচ্চমানের ল্যাব সেবা প্রতিষ্ঠার ফলে রোগীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে শহরে যাওয়ার ভোগান্তি কমবে। জনগণের দরজায় দরজায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই শেভরণ গ্রুপের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সমাজসেবক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।




