পানছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আবুল হাসেম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।

এসময় বক্তারা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, সামনে নির্বাচনে ২৯৮ নং আসনে ওয়াদুদ ভূঁইয়া’কে ধানের শীষ প্রতীকে ভোটের মাধ্যমে সারাদেশে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। প্রত্যেকের কাছে ধানের শীষ প্রতীকের দাওয়াত পৌঁছে দিতে হবে। মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

অন্যান্যদের মাঝে, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ ইমরুল কায়েস শিমুল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, যুবদলের আহ্বায়ক মোঃ আবছার, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইদ্রিস আলী সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0Shares