পাঁচবিবির কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় রবি ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২৫০’জন কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে কৃষকের হাতে প্রণোদনার উপকরণ তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডঃ সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

পরে উপজেলার ২৫০’জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি সার ও ৫ কেজি বীজ দেওয়া হয়।

0Shares