পতিত স্বৈরাচারকে ফেরানোর সুযোগ দেওয়া হবে না: শাহজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, পতিত স্বৈরাচারকে ফেরানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। যারা স্বৈরাচারী হাসিনার ভাষায় কথা বলবে, হাসিনাকে ফেরানোর চেষ্টা করবে- তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

শুক্রবার (০৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সেন্টার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আগামী নির্বাচন এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইসলামী শক্তির টিকে থাকার জন‌্য অগ্নি পরিক্ষা। বাস্তবমুখি পদক্ষেপ নিয়ে প্রতিটি জনশক্তিকে ময়দানে কাজ করতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠন করতে হবে। বিজয় আমাদের আসবেই, ইনশাল্লাহ।

এওচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ার উল আলম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, যুব বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, এওচিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা জাকারিয়া, সাবেক সভাপতি ডাক্তার জাফর উল্লাহ, শ্রমিক নেতা আরিফুল ইসলাম ও ছাত্র শিবিরের এওচিয়া ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান।

সম্মেলন পরিচালনা করেন এওচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন।

0Shares