
চট্টগ্রামের পটিয়ায় মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. নয়ন (২৭) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নয়ন পটিয়ার আশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুজিবুর রহমানের পুত্র।
এ ঘটনায় রবিন (২৫) নামের আরও একজন আহত হয়েছেন। তাকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. নয়ন তার বন্ধু রবিনকে নিয়ে মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পটিয়ার ফকিরা মসজিদ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যান। এসময় তার বন্ধু রবিন গুরুতর আহত হন।
আশিয়া ইউপি’র ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফয়েজ আহমদ বলেন, মাইজভাণ্ডার দরবার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংকার নয়ন মারা গেছেন। তার লাশ হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে।




