পটিয়ায় ইসলামী ব্যাংকে সংঘর্ষের ঘটনায় মামলা : আসামি ৩০০ জন

চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলা অজ্ঞাতপরিচয় ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দীন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, রবিবার সকালে ইসলামী ব্যাংকের পুনঃনিরীক্ষণ পরীক্ষা বয়কট ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে স্থানীয়ভাবে আন্দোলনের ডাক দেওয়া হয়। ওই সময় কয়েকজন কর্মকর্তা পটিয়া শাখায় কাজে যোগ দিতে গেলে স্থানীয় লোকজন বাধা দেন। একপর্যায়ে তারা ব্যাংক ম্যানেজারের কক্ষে প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, এ সময় একটি গ্রুপ ব্যাংকের সম্পদ লুটের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু তাতে উত্তেজনা আরও বাড়ে। স্থানীয়রা ব্যাংকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন, ফলে লেনদেন বন্ধ হয়ে যায়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালে সংঘর্ষ বাধে। সুযোগ বুঝে কিছু যুবক ওসির ওপর হামলা চালায় এবং তাকে কিল-ঘুষি মারে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। তারা হলেন- এসআই ফরহাদ, কনস্টেবল সজল ও প্রকাশ।

এ বিষয়ে পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, ইসলামী ব্যাংকে সংঘর্ষের ঘটনার পর মামলা দায়ের হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে আছে। অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।

0Shares