নেত্রকোনায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবার ঘরে আগুন

নেত্রকোনার মদন উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবার গোয়ালঘরে আগুন দিয়েছে আব্দুল খালেক নামে এক যুবক।

সোমবার (২১ এপ্রিল) রাতে উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২০১৭ সালে বারহাট্রা উপজেলার দেশীউড়া গ্রামের আব্দুল কাদেরের মৃত‌্যুর পর তার স্ত্রী লাকী আক্তার গার্মেন্টেসে চাকরি করে তিন সন্তানকে লালন পালন করে আসছিলেন। তার বড় মেয়েরও বিয়ে হয়ে যায়।

এদিকে লাকী আক্তারকে বিয়ের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আটপাড়া উপজেলার আড়াঁগাও গ্রামের আব্দুল খালেক। তবুও রাজি না হওয়ায় বাবার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়াসহ লাকী আক্তারের মোবাইল ফোনে বিভিন্নভাবে হুমকি দিত আব্দুল খালেক ।

পরে আব্দুল খালেক সোমবার গভীর রাতে লাকী আক্তারের বাবার বাড়ির গোয়ালঘরে  আগুন ধরিয়ে দিলে তিনটি গরু পুড়ে মারা যায়।

লাকী আক্তারের চাচাতো ভাই রতন মিয়া বলেন, অটোরিকশা চালক খালেক আমার বোনকে বিয়ের জন‌্য বিভিন্ন সময় চাপ দিত। এমনকি বিয়ে না করলে তার ঘরবাড়ি জ্বালিয়ে দেবে বলে হুমকি দেয়। পরে আমার বোন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে খালেকের বিরুদ্ধে মামলা করে। এর জেরে আব্দুল খালেক আগুন দিয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত খালেকের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

0Shares