নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে

বিচারহীনতা ও বিচারের দীর্ঘসূত্রতা এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো জঘণ্য কাজগুলো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করে সরকারের প্ল্যানিং কমিশনের সাবেক ডিভিশন চিফ ও নারী অধিকার আন্দোলনের সভানেত্রী মমতাজ মান্নান বলেন, আজ নারী ও কন্যাশিশুরা নিরাপদ নয়। নারী ও শিশু ধর্ষণের কারণে দেশবাসী মর্মাহত, সেইসাথে আমরাও মর্মাহত। ভবিষ্যতে যাতে এ ধরনের নির্যাতনের শিকার না হতে হয়, নির্যাতন কমে আসে এবং নারী ও কন্যাশিশু সুস্থ ও নিরাপদ ভ্রমণ করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিশু আছিয়াসহ নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে নারী অধিকার আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি বক্তব‌্য রাখছিলেন।

নারী নেত্রী নাজমুন্নাহার বলেন, বিগত ১৭ বছরে রাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠানে, গণপরিবহনে, স্কুলে ও কলেজে এবং চাকরিক্ষেত্রে অসংখ্য নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। আমরা সেগুলোর বিচার পাইনি। এমনকি বিচার চাইতেও পারিনি।

মানববন্ধনে কয়েকটি প্রস্তাব করা হয়- নারী ও কন্যাশিশু নির্যাতন বন্ধে আইনের কার্যকর প্রয়োগ, দোষী ব্যক্তিদের অতি দ্রুত আইনের আওতায় এনে যথা সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও বিশেষ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন সেক্ষেত্রে শরীয়াহ আইনে বিচার করা যেতে পারে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা: শামসুন্নাহার লাকি, বিশিষ্ট লেখিকা নুরুন্নাহার খানম নীরু, শিক্ষিকা ফারহানা সুমাইয়া মিতু, সৈয়দা শাহীন আকতার, আসিফা সিদ্দিকা, কোহিনূর ইয়াসমিন লিপি, সমাজসেবী মর্জিনা খাতুন, শ্রমিক নেত্রী কামরুন্নাহার।

0Shares