
নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে নাটোর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে তৃণমূল নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রী স্বেচ্ছাসেবক দলের মকসুদুর রহমান আবির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুর রহমান আবির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, যুগ্ন আহবায়ক মাসুদ রানা, মিঠু তালুকদার, মাসুদ রানা, ডলার আহম্মেদ সহ জেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, রাজনৈতিক কার্যক্রমে গতি সঞ্চার এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।