
রাজধানীর নদী ও খালগুলো পরিষ্কার রাখতে রাজনীতিবিদদের বছরে অন্তত দুইবার সেগুলোতে গোসলের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তার এই ব্যতিক্রমধর্মী পরামর্শ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (২৬ জুলাই) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, মেয়র, সংসদ সদস্য, ডিসি-এসপি, ডিআইজি, মন্ত্রী- সবাই যদি বছরে দুইবার করে নদীতে গোসল করেন, তবে সাধারণ মানুষও উৎসাহী হবে। এতে নদী ও খাল স্বাভাবিকভাবেই পরিষ্কার হয়ে যাবে।
এই বক্তব্যে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন অনেকে। এমনকি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও মন্তব্যটি প্রশংসা করেন।
তিনি বলেন, আমি একটি পোস্টে পড়লাম, যেখানে বলা হয়েছে- ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ, মেয়র ও ডিসিদের বছরে দুবার গোসলের নিয়ম থাকলে পরিবেশ ঠিক হয়ে যেত। এটি একজন জামায়াত নেতার কথা।
তিনি আরও বলেন, এই চিন্তাটা আমার মাথায় আসেনি কিন্তু এটি গুরুত্বের সঙ্গে নেওয়া যায়। রাজনীতিবিদরাই তো দেশের ভবিষ্যৎ নির্ধারণ করেন। যদি তাদের নীতি-নৈতিকতা সঠিক হতো, তবে আমাদের সাধারণ নাগরিকদের এগিয়ে আসতে হতো না। সমস্যার টেকসই সমাধান রাজনীতির মাধ্যমেই আসবে।
এই মন্তব্য ও প্রস্তাব রাজনীতিতে পরিবেশ সচেতনতা ও নেতৃত্বের ভূমিকা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, নদী ও খাল রক্ষায় রাজনীতিবিদদের প্রতীকী অংশগ্রহণ মানুষকে আরও সচেতন করতে পারে।