
চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে রমজান মাসব্যাপী ঈদ বস্ত্র, জামদানী ও ক্ষুদ্র শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) জিইসি কনভেনশন সেন্টার মাঠে মেলায় প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধন শেষে তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।
অনুষ্ঠানে মেয়র বলেন, “আমাদের কুটির শিল্প ও দেশীয় বস্ত্রশিল্পের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। কিন্তু বর্তমানে আধুনিক ফ্যাশনের কারণে দেশীয় পণ্যের বাজার সংকুচিত হচ্ছে। আমরা যদি সবাই দেশীয় পণ্যের প্রতি আগ্রহী হই, তাহলে এ শিল্প আরও বিকশিত হবে এবং আমাদের অর্থনীতি শক্তিশালী হবে।”
তিনি বিলেন, জামদানি আমাদের গর্বের প্রতীক, যা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই শিল্প শুধু একটি কারুশিল্প নয়, বরং এটি আমাদের পূর্বপুরুষদের সৃজনশীলতার প্রতিফলন। বর্তমানে আধুনিক ফ্যাশনের প্রভাব ও বিদেশি কাপড়ের আধিপত্যের কারণে আমাদের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমাদের দায়িত্ব দেশীয় শিল্পীদের পাশে দাঁড়ানো, তাদের যথাযথ সহায়তা প্রদান করা এবং জামদানি ও অন্যান্য কুটির শিল্পের বাজার সম্প্রসারণে উদ্যোগী হওয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলার উদ্যেক্তা মোঃ জহির আলম, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহ আলম, চট্টগ্রাম দায়রা জজ আদালত বিভাগীয় পিপি এ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, মহানগর বিএনপি সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুবদল নেতা জিহাদুর রহমান জিহাদ, নুর হোসেন উজ্জ্বল, শফিক আহম্মেদ মুরাদ, নুরুল ইসলাম প্রমুখ।