
ফেনীর দাগনভূঞায় চাঁদার দাবিতে ইলিয়াস বাদশা (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
আহত বাদশা ইব্রাহীম পেট্রোল পাম্পের পরিচালক ও দাগনভূঞা পৌর শহরের আলাইয়ারপুর গ্রামের মালেক কোম্পানির বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে।
রবিবার (১৯ জানুয়ারী) রাত ১০টার দিকে পৌর শহরের আলাইয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ইলিয়াস বাদশার দাবি, ওইদিন বিকেলে পৌর শহরের শ্রীধরপুর এলাকার শাহিন অকটেন নিয়ে টাকা দিতে চায়নি। একপর্যায়ে এ নিয়ে তার সাথে তর্ক হলে সে ১৫লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়ে চলে যায়। এরপর রাতে নিজ বাড়ির সামনে আসামাত্র আগে থেকে উৎপেতে থাকা ৪-৫ জন মুখোশধারী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার উপর হামলা করে তাকে রক্তাক্ত জখম করে। তার শোর-চিৎকারে তার স্বজনরাসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত শাহিন জানান, আমার কাছে টাকা না থাকায় পরিচিত একজনের কাছ থেকে নিয়ে অকটেনের দাম পরিশোধ করে এসেছি। এর বাইরে আমার সাথে আর কিছুই ঘটেনি। চাঁদা দাবি ও হামলার অভিযোগ মিথ্যা।
বাদশার বড় ভাই ইব্রাহীম জানান, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে রক্তাক্ত জখম করে। তার শোর-চিৎকারে তারা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এই ঘটনায় এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।