
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাঁড়িপাল্লার সমর্থনে প্রচারণার প্রথম দিনেই নিজ গ্রামে গণসংযোগে নেমেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে তিনি চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চিববাড়ী গ্রামে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।
গণসংযোগকালে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে জনগণের মতামতই হবে চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি। তাই আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটে সিল দিয়ে ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
গণসংযোগ চলাকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় নৈতিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তাদের রাজনীতির মূল শক্তি।
গণসংযোগে সাবেক ইউপি সদস্য আবুল ফয়েজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




