দাঁড়িপাল্লার বিজয়ে মহিলাদের ভূমিকা রাখতে হবে: আনোয়ার চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট দিয়ে জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হয়েছে। পরবর্তী নির্বাচিত সরকার নিজেদের ক্ষমতাকে ভিন্নদিকে নিয়ে যাবে। আগে গণভোট দিয়ে জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম সম্ভব। সরকারকে আগে গণভোট দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণের সমর্থন নিয়ে মহিলাদেরও আন্দোলন চালিয়ে নিতে হবে। আর নির্বাচনে মহিলাদের সক্রিয় ভূমিকা দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের বোয়ালখালীর একটি কনভেনশন হলে উপজেলা মহিলা জামায়াত আয়োজিত মহিলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি নাহিদা পারভীনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের এমপি প্রার্থী ডাঃ আবু নাছের, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, কর্মপরিষদ সদস্য আরিফুর রশীদ, বোয়ালখালী উপজেলা আমীর ডাঃ খোরশেদ আলম, পৌরসভা আমীর আবদুল্লাহ আল হারুন, চট্টগ্রাম অঞ্চল সহ-পরিচালিকা মিসেস রায়হান জামিলা, চট্টগ্রাম মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডাঃ শেলী আকতার, জেলা সহ-সেক্রেটারি আসমা সুলতানা, জুলাই শহীদ ইঞ্জিনিয়ার ওমর বিন আবছারের গর্বিত মা রুবী আকতার।

প্রধান অতিথি বলেন, হাজার হাজার শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বৈরাচারমুক্ত দেশকে এগিয়ে নিতে অন্তর্বতীকালীন সরকারকে জনগণের হয়ে কাজ করতে হবে। কোন দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করলে জনগণ ক্ষমা করবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই জনগণের শাসন প্রতিষ্ঠা হবে। পতিত ফ্যাসিস্ট ও তার দোসরদের বিচার না করলে নির্বাচন নিয়ে তারা ষড়যন্ত্র করবে। প্রয়োজনীয় সংস্কার এবং জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের সহযোগীদের নিষিদ্ধ করেই নির্বাচন সম্পন্ন করতে হবে। এবিষয়ে সরকারকে আরও দায়িত্ববান হওয়ার আহবান জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ আবু নাছের বলেন, দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃস্টি হয়েছে। এ গণজোয়ার অব্যাহত রাখতে অতীতের ন্যায় মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি বাড়ির মহিলাদের মাঝে দাঁড়িপাল্লার গণসংযোগ নিশ্চিত করতে হবে। নির্বাচনের দিন মহিলাদের ডেকে খুঁজে দাঁড়িপাল্লায় ভোট দেয়া নিশ্চিত করা মা-বোনদের দ্বারা সম্ভব।

0Shares