
সাতক্ষীরার তালা পাটকেলঘাটায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (১৫ আগস্ট ) সকাল ৯ টায় পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তালা উপজেলার পাটকেলঘাটা শাখার উদ্যোগে ১০০ জন এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।
ইসলামী ছাত্রশিবির পাটকেলঘাটা শাখার সভাপতি মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা -১ (তালা- কলারোয়া) আসনের জামায়াতে ইসলামীল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জোবায়ের হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিদুল্লাহ, ডক্টর রুহুল আমিন, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, তালা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার দপ্তর সম্পাদক নাহিদ ইসলাম, অর্থ সম্পাদক মতিউর রহমান, পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় এর শিক্ষক আব্দুল মান্নান, সাবেক শিবির নেতা শাহ আলম, কৃতি শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।