
ঠাকুরগাঁও জেলার পৌর শহরে অবস্থিত ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারী) সকালে স্কুলের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলী বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে।
তিনি বলেন, যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ১ মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে। সকল বিষয়ের পাশাপাশি বিশেষ করে কোরআন শিক্ষা ও ইংরেজি শিক্ষার উপর বরাবরের মত এবারও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এ সময় বক্তব্য রাখেন এস,কে সাফওয়ান ইবনে মাসুদ এর পিতা বাংলাদেশ টেলিভিশন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি অভিভাবক মাসুদ রানা পলক, অভিভাবক মোঃ আরমান আলী, মোঃ তুজাম্মেল হক, মোঃ আজহারউদ্দীন সহ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
এ সময় অভিভাবক ও প্রধান শিক্ষকের কথার মাঝে শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে আলাপচারিতা উঠে আসে।




