ঠাকুরগাঁওয়ে যত্রতত্র মুরগীর খামার : অতিষ্ঠ গ্রামবাসী

ঠাকুরগাঁওয়ে বসতিপূর্ণ এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে মুরগির খামার স্থাপন করা হচ্ছে, যা গ্রামের পরিবেশকে দূষিত করছে এবং গ্রামবাসীকে অতিষ্ঠ করে তুলেছে।

জেলা প্রাণী সম্পদের তথ্য মতে, ঠাকুরগাঁও জেলায় প্রায় ৪৫০টি মুরগির খামার রয়েছে। এর মধ্যে মাত্র ২-৩টির পরিবেশ ছাড়পত্র রয়েছে, বাকি খামারগুলোর কোনো অনুমোদন নেই। ঠাকুরগাঁও সদর উপজেলার তেওয়ারীগাঁও শাহপাড়া গ্রামে গড়ে তোলা হয়েছে এইচ এন এগ্রো নামের খামার। খামারের বর্জ্য খোলা স্থানে ফেলা হচ্ছে, যার ফলে গ্রামে দুর্গন্ধ এবং অসুস্থতা দেখা দিয়েছে।

গ্রামবাসী জানান, খামারের কারণে নিত্যদিন অসুবিধা হচ্ছে- রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর, বাসায় মাছি বাসা বেঁধেছে, শিশুরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। কিছু জায়গায় মানুষ মসজিদেও শান্তিতে নামাজ পড়তে পারছে না। গ্রামবাসী বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও এখনও সুষ্ঠু সমাধান হয়নি।

খামারের মালিক হুমায়ুন কবির শাহ দাবি করেছেন, পরিবেশের অবনতি করা হয়নি এবং দূর্গন্ধ ছড়ানোর বিষয়টি সঠিক নয়। খামারে সমস্যা থাকলে তিনি আইনের মাধ্যমে সমাধান করবেন।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান জানান, খামার স্থাপন করতে হলে জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে এবং বর্জ্য নিরাপদে অপসারণযোগ্য জায়গায় স্থাপন করতে হবে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তামিম হাসান বলেন, অনুমোদন ছাড়া খামার থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব‌্যবস্থা হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানিয়েছেন, উভয় পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

0Shares