টেকনাফে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কক্সবাজারের টেকনাফে জিপিএ-৫ অর্জনকারী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (১৬ আগস্ট) ইসলামী ছাত্রশিবির টেকনাফ উপজেলা শাখার উদ‌্যোগে টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তারেকুর রহমান এর সভাপতিতত্বে এবং সেক্রেটারি শাহ কামাল শাফি’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক সাইদুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মমতাজ উদ্দিন কাদেরী এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নূরী, টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল্লাহ ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রবিউল আলমসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

0Shares