
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহাজাহান বলেছেন, জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষের ত্যাগে শুধুমাত্র একটি স্বপ্ন, তা হলো নতুন বাংলাদেশ বিনির্মাণের। দীর্ঘ সময় পর জুলাই সনদ হলেও অন্তর্বতীকালীন সরকার এই সনদকে আইনগত ভিত্তি দিতে পারেনি। জুলাই সনদকে কার্যকর না করে নির্বাচন দিয়ে তা জাতির জন্য মৃত্যুফাঁদ করে রাখছে। এ ফাঁদে জাতিকে আবার সংগ্রাম করতে হবে বলে আমরা সরকারকে বুঝানোর চেষ্টা করছি। কিন্তু সরকার তথাকথিত বড় দলের সুপারিশে মূলতঃ ভারতের ফাঁদে পা দিচ্ছে। জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে জাতিকে পুনরায় অন্ধকারে ঠেলে দিচ্ছে। নির্বাচনের আগে গণভোট দিয়ে জুলাই সনদকে আইনগত ভিত্তি দেয়ার জোর দাবি জানাচ্ছি। জুলাই সনদের ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।
শনিবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসন কমিটির উদ্যোগে একটি কনভেনশন হলে ভোটকেন্দ্র প্রতিনিধিদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আমীর জসিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১২ আসনের এমপি প্রার্থী মানবিক চিকিৎসক ডা: ফরিদুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
বক্তব্য রাখেন- জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য আরিফুর রশীদ, কালারপুল থানার আমীর মাস্টার এসএম নাছির উদ্দীন, পটিয়া পৌরসভার আমীর মাস্টার সেলিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসাইন, পৌরসভা সেক্রেটারি রাশেদুল ইসলাম প্রমুখ।
চট্টগ্রাম-১২ আসনের এমপি প্রার্থী ডাঃ ফরিদুল আলম বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিধি বৃদ্ধি ও শয্যা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। উন্নয়নের জন্য সৎ নেতৃত্ব খুবই জরুরী। সৎ লোকের বিজয় নিশ্চিত করলেই দূর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব। পটিয়াবাসি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবেন, ইনশাআল্লাহ।
আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ডা: আবু নাছের বিজয়ী হলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত উন্নত দেশ গঠনে সহায়ক হবে। জনগণের আশা আকাংখার প্রতিফলন ঘটাতে আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে উপজেলা আমীর বলেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ।




