জুলাই গণহত্যার বিচারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত নৃশংস জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা শাখা।

জুমাবার (২৫ জুলাই) “জুলাই দ্রোহ” শীর্ষক এই কর্মসূচিতে অংশ নেন জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও ছাত্র-জনতা।

বিক্ষোভ মিছিলটি সাতকানিয়া উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে কেরানীহাট চত্ত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

ইসলামী ছাত্রশিবি চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ডি.এম. আসহাব উদ্দিনের উপস্থাপনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান।

তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে যেভাবে স্বৈরশাসক শেখ মুজিব নিজের পৈতৃক সম্পদে পরিণত করতে চেয়েছে ঠিক তারই পথ ধরে কিছু ব্যক্তি জুলাই আন্দোলনকে নিজের পৈতৃক সম্পদে পরিণত করতে চায়। আমরা হুশিয়ার করে বলে দিতে চাই জুলাই কারো একার নয়, এটি বাংলাদেশের আপামর জনসাধারণের সমষ্টিগত বিজয়। এবিজয় কেউ একক সম্পত্তিতে পরিণত করতে পারবেনা।”

তিনি আরও বলেন, “জুলাই গণহত্যার এক বছর অতিবাহিত হলেও অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক পরিচালিত গণহত্যার বিচার এখনো শুরু করতে পারেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, দ্রুত জুলাইয়ের বিচার দৃশ্যমান করুন। আর যদি আপনারা বিচার করতে না পারেন, তাহলে আপনারা ক্ষমতার গদি থেকে সরে যান। এই গণহত্যার বিচার করার জন্য এদেশের ১৮ কোটি মানুষই যথেষ্ট।”

পরিশেষে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির দাবী জানিয়ে সমাবেশ সমাপ্ত করেন।

0Shares