চুয়াডাঙ্গায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহে টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। নিহত রফিক তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

শনিবার (০৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- তিতুদহ গ্রামের মাঝেরপাড়ার রহিম মল্লিকের ছেলে এবং নিহত রফিকুল ইসলামের বড় ভাই শফিকুল ইসলাম (৫০), একই গ্রামের কামারপাড়ার জহুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০) আবু বক্করের ছেলে আব্দুল আলিম (৫৫) ও একই ইউনিয়নের হুলিয়ামারি গ্রামের শরবত মন্ডলের ছেলে আইনাল হক (৫০)।

স্থানীয়রা জানান, ভিজিএফের চাল ও টিসিবির কার্ড বিতরণ নিয়ে বিরোধের জেরে তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটনের লোকজনের সঙ্গে রফিকুল ইসলাম রফিকের বাকবিতণ্ডা হয়। এসময় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে তার লোকজন রফিককে মারধর করতে থাকেন। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর মধ্যেই সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজন রফিকের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু জানান, আওয়ামীলীগের লোকজন দলে অনুপ্রবেশ করে ফায়দা লুটতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি করেছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তদন্তে জানা যাবে।

0Shares