চাম্বল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাম্বল উচ্চ বিদ্যালয়-এ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, স্মরণিকা “স্মৃতির আলপনা” মোড়ক উন্মোচন ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ এপ্রিল) সকালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মারুফুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ (অবঃ) মোহাম্মদ আজিজুর রহমান।

প্রধান অতিথি অধ্যক্ষ আজিজুর রহমান বলেন, তোমারা তোমাদের স্বপ্নের চেয়ে বড় এবং লক্ষ্য যদি স্থির থাকে তবে সাফল্য নিশ্চিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল পরীক্ষার্থীর জন্য দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি দশজন শিক্ষার্থীদের সম্মানজনক,সনদ ও মুহুর্মূহু করতালীর মাধ্যমে সংবর্ধিত করা হয়।

সভাপতির বক্তব্যে মারুফুল হক চৌধুরী বলেন, বিদায়ী শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত স্মরণীয় দিন এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলার বিষয়ে এখন থেকে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

শিক্ষক সুরভি রুদ্র ও এহেছান উল্লাহ’র যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিদায়ী শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান আলোচক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বিশেষ অতিথি অধ্যাপক জামশেদ উদ্দীন চৌধূরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্কুলের শিক্ষক শাহেদুর রশিদ চৌধুরী, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য নুরুল আলম তালুদার, হজেরা তজু ডিগ্রি কলেজের প্রভাষক জামসেদ উদ্দিন চৌধুরী সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

0Shares