চাঁদপুরে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রী শিউলী আক্তার (৩৫) চাঁদপুর সদরের তরপুরচণ্ডী এলাকার আবু তাহেরের মেয়ে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পালপাড়া এলাকার বাসিন্দা শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক জানান, সবুজ ও শিউলী ৫-৬ মাস ধরে তার ভবনে ভাড়া থাকছেন। সবুজের পেশাগত পরিচয় না পাওয়া গেলেও শিউলী একটি ওষুধ কম্পানিতে চাকরি করতেন। মঙ্গলবার দুপুরে শিউলীর মা খুরশিদা বেগম বাসার দরজা খোলা না পেয়ে বাড়ির মালিককে জানান। এ সময় ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। পরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানানো হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

তিনি জানান- শিউলীর গলায় আঘাতের চিহ্ন এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। আর অন্য কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সবুজের মরদেহ। ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরিবার পক্ষ থেকে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

0Shares