চন্দনাইশে ফসলি জমির মাটি কাটার এক্সকেভেটর জব্দ

চট্টগ্রামের চন্দনাইশে ফসলি জমির মাটি কাটার সময় এক্সকেভেটর জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

বুধবার (০৮ জানুয়ারি) চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, ফসলি জমির মাটি কাটা হচ্ছে এমন খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। পরে সেখান থেকে একটি এক্সকেভেটর জব্দ করা হয়। এসময় মাটি কাটার কাজে সম্পৃক্তরা পালিয়ে যান।

অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং চন্দনাইশ থানার একদল পুলিশ সহযোগিতা করেন।

0Shares