চট্টগ্রাম-১৫ আসনে মুজিবুর রহমানকে প্রার্থী ঘোষণার দাবি

চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জাতীতাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন নাজমুল মোস্তফা আমিনকে পরিবর্তন করে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানকে প্রার্থী ঘোষণার দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে তার অনুসারী নেতা-কর্মীরা। এসময় মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে জামায়াতের দোসর দাবি করে মশালমিছিল করে নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতকানিয়ার কেরানীহাট ও ঠাকুরদীঘি এলাকায় পৃথকভাবে এই মিছিলে মুজিবুর রহমানের অনুসারি কয়েক’শ নেতা-কর্মী অংশ নেন। তারা ঠাকুরদীঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

নেতা-কর্মীরা বলেন, মুজিবুর রহমান দুঃসময়ের ত‌্যাগী নেতা আর যাকে মনোনয়ন দেওয়া হয়েছে (নাজমুল মোস্তফা আমিন) জামায়াতের দোসর। তাকে মনোনয়ন দিয়ে এ আসনটি জামায়াতের হাতে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। তারা এ মনোনয়ন মানেন না বলে সাফ জানিয়ে দেন।

মিছিলে অংশ নেওয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মো. শফি গণমাধ‌্যমকে বলেন, এই আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী আছেন। তাকে পরাজিত করার সক্ষমতা একমাত্র মুজিবুর রহমানের রয়েছে। যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তার সেই সক্ষমতা নেই। তাই আমরা প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার বিএনপি নেতা-কর্মীদের সড়ক অবরোধের সত‌্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

এদিকে মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি রাজধানী ঢাকায় ব‌্যস্ত আছেন এবং, এবিষয়ে পরে কথা বলবেন বলে জানান।

অপর দিকে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, যাচাই-বাছাইয়ের মাধ‌্যমে দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছে। বিএনপিতে উগ্রতার কোনো স্থান নেই। দলের নেতা-কর্মী ও সাতকানিয়া-লোহাগাড়াবাসী আমার সঙ্গে আছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম–১৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত‌্যাশী ছিলেন- লায়ন নাজমুল মোস্তফা আমিন, আলহাজ্ব জামাল হোসেন, মুজিবুর রহমান ও অধ‌্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে নাজমুল মোস্তফা আমিনকে দলের মনোনীত প্রার্থী ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

0Shares