
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সহকারী রিটার্নিং অফিসার ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান এর কাছ থেকে আলহাজ শাহজাহান চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, সাতকানিয়া পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন, জেলা জামায়াতের শুরা সদস্য এম ওয়াজেদ আলী প্রমুখ।
এসময় আনোয়ারুল আলম চৌধুরী বলেন, মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। মহান রাব্বুল আলামীনের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস তিনি আমাদের চুড়ান্ত বিজয় দান করবেন, ইনশাল্লাহ।
তিনি বলেন, মজলুম জনপদ সাতকানিয়া-লোহাগাড়া। এ জনপদের মানুষ সব সময় সত্য ও সুন্দরের পক্ষে ছিলেন এবং আছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা দাড়িঁপাল্লা প্রতিকে তাদের মুল্যবান ভোট দিয়ে ইনসাফের পক্ষে তাদের অবস্থান জানিয়ে দিবেন।
নির্বাচন তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল দাখিলের শেষ দিন ১১ জানুয়ারি। কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।




